ফরিদপুরে শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও তথ্য সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। সরকারি রাজেন্দ্র কলেজ হলরুমে গতকাল এ সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনের জেলা সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজ অধ্যক্ষ ও শুভসংঘের প্রধান উপদেষ্টা প্রফেসর এস এম আবদুল হালিম। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ফরিদপুর শুভসংঘের দপ্তর সম্পাদক তিহান আহমেদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম, হারুন অর রশিদ, নুর ইসলাম, সোনীয়া সুলতানা, বিপ্লব বিশ্বাস, সনৎ চক্রবর্তী, অর্ঘ্য শিকদার, ফয়সাল প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রযুক্তির এ সময় সাইবার অপরাধ বাড়ছে। প্রযুক্তির যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এজন্য সবাইকে ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকতে হবে। আমরা প্রযুক্তিকে কেউ খারাপ কাজে ব্যবহার করব না।