নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২২ মামলার আসামি আন্তজেলা ডাকাত দলের সর্দার আবদুল হালিমকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি বরগুনা সদর থানার জাকির তবক গ্রামের আলতাফ চৌকিদারের ছেলে। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল র্যাব-১১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, আবদুল হালিম ২০১২ সাল থেকে বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছে। তার দলে ৭-১৫ জন সদস্য রয়েছেন। হালিমের বিরুদ্ধে ১০টি ডাকাতিসহ মোট ২২টি মামলা রয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।