কক্সবাজারের কুতুবদিয়ায় বর্ষার সময়েও চারাগাছ বিতরণ করছে না বন দপ্তর। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়ায় বৃক্ষপ্রেমীদের কাছে গাছ বিতরণ হচ্ছে না বলে জানা গেছে। বর্ষার সময়ে গাছ রোপণ না করলে অধিকাংশ গাছ মরে যাওয়ার আশঙ্কা করছেন বৃক্ষপ্রেমীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় বিভিন্ন প্রজাতির ১৫ হাজার চারাগাছ রোপণ করা হবে। গাছগুলো স্থানীয় কবরস্থান, মসজিদসহ বিভিন্ন স্থানে রোপণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এখন অপেক্ষা শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের। ধরিত্রী রক্ষায় আমরর (ধরা) উপজেলা আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, চারা রোপণের উৎকৃষ্ট সময় জুন, জুলাই ও আগস্ট মাস। এ সময়ে গাছ না লাগালে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। উপকূলীয় বনবিভাগ কুতুবদিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল রাজ্জাক বলেন, আশা করি, দ্রুত চারাগাছগুলো বিতরণ করা হবে।