মাদারীপুরে বজ্রপাতে রাজীব হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে সদর উপজেলার কালিকাপুর গ্র্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজীব পাট ধোয়ার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি জলাশয়ে যান। সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।