বগুড়ার দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর শ্বশুর-পুত্রবধূকে হত্যা ও ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। গতকাল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান এ তথ্য জানান। এর আগে সোমবার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ডাকাত সর্দার দুপচাঁচিয়া উপজেলার লক্ষ্মীমণ্ডপ গ্রামের আবদুল হাকিম (৩৪) এবং ডাকাত দলের সদস্য আবদুল মান্নান (৫০) ও কুড়িগ্রামের নাগেশ্বরী থানার রফিকুল ইসলাম (৪১)। পুলিশ জানায়, বুধবার রাতে বাড়ির পেছন দিয়ে ভিতরে প্রবেশ করে আফতাব হোসেনকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে ডাকাত দলের সদস্যরা। পরে তার পুত্রবধূ রিভার ঘরে ঢুকে হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ সময় ঘরে থাকা শিশু রুকাইয়া তাসনিম মালিহা (৫) অলৌকিকভাবে বেঁচে যায়। পরে ডাকাতরা ঘর থেকে স্বর্ণালংকার, দুটি মোবাইল এবং নগদ ৬ লাখ ২০ হাজার টাকা লুট করে।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান আরও জানান, ডাকাত সর্দার আবদুল হাকিমের বিরুদ্ধে ডাকাতি, চুরি এবং জুয়াসহ সাতটিরও বেশি মামলা রয়েছে। এ ছাড়া রফিকুলের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে।