চট্টগ্রামের ফটিকছড়িতে ছেলের সড়ক দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন মা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ির আনোয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। মৃত নারীর নাম হাসিনা খাতুন। পরিবার সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সে করে অসুস্থ মা হাসিনা খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে যাচ্ছিল পরিবারের সদস্যরা। পেছনে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ছেলে ওবায়দুল্লাহ। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ওবায়দুল্লাহর মোটরসাইকেলের ধাক্কা লাগে। দুর্ঘটনায় তিনিসহ দুজন গুরুতর আহত হন। ওবায়দুল্লাহর দুর্ঘটনার খবর শুনে পথেই স্ট্রোক করেন হাসিনা খাতুন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, ‘কাভার্ড ভ্যানের চালক গাড়ি রেখে পালিয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’