প্রতারণার মাধ্যমে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় অভিযান চালিয়ে কামাল উদ্দিন মীর (৪৭) নামে কথিত ‘জিনের বাদশাহ’কে আটক করেছে র্যাব। সোমবার রাতে জেলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। গতকাল সকালে র্যাব-৮ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কামাল উদ্দিন উপজেলার পদ্মামনসা গ্রামের মুসা মীরের ছেলে। তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।