বরিশাল, কিশোরগঞ্জ ও হবিগঞ্জে গতকাল বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বরিশাল : গৌরনদীতে জমিতে হালচাষের সময় বজ্রপাতে ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। উপজেলার বার্থী গ্রামে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল হাওলাদার (২৫) ওই গ্রামের আবদুল মজিদের ছেলে। প্রতিবেশী অপু জানান, দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় জুয়েল নিজের ট্রাক্টর দিয়ে অন্যের জমি চাষ করছিলেন। আকস্মিক বজ্রপাতে তিনি ট্রাক্টর থেকে ছিটকে পড়ে যান। জুয়েলকে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ : ইটনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেছে সিরাজুল ইসলাম (৫০) নামে এক জেলের। উপজেলার বড় হাতকবিলা আছালতপুর গ্রামের বলাকান্দির হাওরে গতকাল ঘটনাটি ঘটে। সিরাজুল একই এলাকার নবী হোসেনের ছেলে। কৃষিকাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তিনি। হবিগঞ্জ : শায়েস্তাগঞ্জ উপজেলার চানপুর গ্রামে গতকাল সকালে বজ্রপাতে রেজাউল হক (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রেজাউল ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপকান্ত নাথ জানান, রেজাউল বজ্রাঘাতে মারা গেছেন।