বগুড়ায় হত্যাচেষ্টা মামলার সাক্ষীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে। শুক্রবার রাতে শহরের নবাববাড়ি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত এ কে এম ওসামা শহরের মালতীনগর ভাটকান্দি সড়ক এলাকার আবদুল কাদেরের ছেলে। হামলার পর স্থানীয়রা ওসামাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওসামা একটি হত্যাচেষ্টা মামলায় স্বাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। ওই মামলার আসামি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা জুয়েল। তিনি তার স্ত্রীকে বিষপানে হত্যার চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে। ওসি হাসান বাশির জানান, হামলাকারীকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’