গাইবান্ধার সাদুল্লাপুরে ভূমিহীন পরিবারের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বখাটে নাইম মিয়ার বিরুদ্ধে। থানায় মামলার পর আসামির পরিবার বাদীকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে মারধর করে উল্টো মিথ্যা চুরি মামলা দিয়েছে। ওই মামলা প্রত্যাহার ও অবিলম্বে নাইমকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল উপজেলা শহরের পাবলিক লাইব্রেরির সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কামরুল, আজাহার, মাছুদ প্রমুখ।