অভিনব কৌশলে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় কক্সবাজারের উখিয়া থেকে গতকাল ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মামুনুর রশিদ (২৪), নুরুল ইসলাম (২৬) ও কবির (২৩)। এছাড়া টেকনাফে ১২ হাজার পিস ইয়াবা তিন কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- আবদুল জলিল (৩৫), সিরাজুল ইসলাম (৩২) ও মজু মিয়া ওরফে মিজানুর রহমান (৪২)।