কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী ইউছুপ ভূঁঞা টিপুকে (২৮) গুলিতে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন এবং ছয় আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী গতকাল এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার মরকোটা গ্রামের ডা. আবুল হাসেমের ছেলে মেহেদী হাসান জামশেদ (২১) ও দক্ষিণ চর চান্দিয়া গ্রামের মনির আহাম্মদের ছেলে শহীদুল ইসলাম মাসুম (৩২)। ১০ বছর দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জসিম উদ্দিন পাটোয়ারী, জামাল হোসেন মানিক, একরামুল হক মিলন, ইব্রাহিম ওরফে বড় মিয়া, আলাউদ্দিন তোতা, মো. শাহাবুদ্দিন। সব আসামি পলাতক রয়েছেন। ২০০৯ সালের ১৬ মে দিবাগত রাত ২টায় ইউছুপ ভূঁঞা টিপু ঘরের বাইরে গেলে ডাকাত দল তাকে গুলি করে পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের বাবা মোহাম্মদ আলী হত্যা মামলা করেন।