পিরোজপুরে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ এ রায় দেন। মামলায় আট আসামির মধ্যে পাঁচজন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।
দণ্ডিতরা হলেন- পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মজিবর শেখ, কুমিরমারা গ্রামের ফোরকান হাওলাদার ও মরিচাল গ্রামের মাহাবুব। আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিলে কুমিরমারা গ্রামের জামাল হাওলাদার ফেরিঘাটে নিজের চায়ের দোকানে কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন। আসামিরা স্লুইচ গেট এলাকায় তার পথ আটকে প্রথমে ধারালো অস্ত্র ও রড দিয়ে পেটায় । পরদিন তার মৃত্যু হয়। এদিকে রাজবাড়ীতে ডলার ব্যবসার দ্বন্দ্বে বাবু খান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল দুপুরে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ এ রায় দেন। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- খোরশেদ সরদার এবং শাহজাহান।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ডলার ব্যবসার সূত্র ধরে বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা করেন।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রাজ্জাক বলেন, ‘হত্যাকাণ্ডটি ক্লুলেস ছিল। পুলিশের অভিযোগপত্র, সাক্ষীদের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।’