পটুয়াখালীতে অভিযান চালিয়ে ১১ শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পটুয়াখালী কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথদল গতকাল দুপুরে শহরের পুরান বাজারের লোহালিয়া খেয়াঘাট এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করেছে। কোস্টগার্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১ হাজার ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ হওয়া পলিথিন ধ্বংস করার জন্য পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকের কাছে হস্তান্তর করা হয়।