রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রহমতপুর-মেগচামি সড়কের বেশ কয়েকটি স্থান ধসে গেছে। কয়েক মাস আগে সড়কের পাশের মরা চন্দনা নদী থেকে মাটি বিক্রি ও সম্প্রতি ভারী বৃষ্টির কারণে এ ধস- অভিযোগ স্থানীয়দের। প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। দুর্ঘটনার আশঙ্কায় তারা রাতে চলাচল বন্ধ রেখেছেন। ঝুঁকি নিয়ে ছোট গাড়ি চলাচল করলেও বন্ধ হয়ে গেছে ট্রাক, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্সসহ অন্য যানবাহন। স্থানীয়রা জানায়, বালিয়াকান্দি উপজেলার রহমতপুর থেকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামি সড়ক দিয়ে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ চলাচল করে। ওই রাস্তার পাশ দিয়ে মরা চন্দনা নদী প্রবাহমান। কয়েক মাস আগে নদী থেকে অপরিকল্পিত মাটি বিক্রি করা হয়। রহমতপুর এলাকার পাশ দিয়ে চন্দনা নদী থেকে ওই মাটি তোলা হয়। এ কারণে রাস্তার প্রায় ১৫০ মিটার অংশ ভেঙে নদীতে চলে গেছে। এ ছাড়া কয়েক দিনের অতিবৃষ্টির কারণে রাস্তায় ভাঙনের আকার বড় হয়েছে। যে কোনো সময় রাজবাড়ীর বালিয়াকান্দি ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে যোগাযোগ বিছিন্ন হয়ে যেতে পারে। এরপর থেকে ভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী নামিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য নিয়ে খুবই অসুবিধায় পড়েছেন। স্থানীয় কৃষকরা বলেন, রহমতপুর থেকে মেগচামি পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কের বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। এ রাস্তা দিয়ে কৃষিপণ্য ভ্যানে আনা-নেওয়া করা হয়। ঝুঁিক নিয়ে ভ্যান চলাচল করছে। অনেক ভ্যানচালক রাস্তা দিয়ে গাড়ি চালাতে ভয় পায়। ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্র্ঘটনা ঘটেছে। এ রাস্তা দিয়ে প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, ট্রাক চলাচল করত সেগুলো বন্ধ হয়ে গেছে। সাইফুর শিকদার বলেন, মরা চন্দনা নদী থেকে মাটি কাটার পর অতিবৃষ্টি হওয়ায় রাস্তায় ভাঙন শুরু হয়েছে। যাদবপুর এলাকায় ১৫০ মিটার ধসে গেছে। রহমতপুর, যাদবপুর, খালকুলা এলাকার কয়েকটি স্থানে রাস্তায় ভাঙন শুরু হয়েছে। বালিয়াকান্দি এলজিইডি প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস বলেন, রহমতপুর থেকে মেগচামি পর্যন্ত সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এ সড়কের পাশে নদী। নদী থেকে মাটি কাটার কারণে সড়ক ধসে গেছে। এ কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
শিরোনাম
- সাগরে তিন দিন ভেসে থাকা ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
- এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ
- তিন দাবিতে জবির প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
- গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
- চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
- ভারতের কড়া সমালোচনা করলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা
- চট্টগ্রামে জাহাজ থেকে পা পিছলে নিখোঁজ ১
- আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী গ্রেফতার
- নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
- পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
- সিলেটে ময়লার স্তুপ থেকে বন্দুক উদ্ধার