রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রহমতপুর-মেগচামি সড়কের বেশ কয়েকটি স্থান ধসে গেছে। কয়েক মাস আগে সড়কের পাশের মরা চন্দনা নদী থেকে মাটি বিক্রি ও সম্প্রতি ভারী বৃষ্টির কারণে এ ধস- অভিযোগ স্থানীয়দের। প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। দুর্ঘটনার আশঙ্কায় তারা রাতে চলাচল বন্ধ রেখেছেন। ঝুঁকি নিয়ে ছোট গাড়ি চলাচল করলেও বন্ধ হয়ে গেছে ট্রাক, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্সসহ অন্য যানবাহন। স্থানীয়রা জানায়, বালিয়াকান্দি উপজেলার রহমতপুর থেকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামি সড়ক দিয়ে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ চলাচল করে। ওই রাস্তার পাশ দিয়ে মরা চন্দনা নদী প্রবাহমান। কয়েক মাস আগে নদী থেকে অপরিকল্পিত মাটি বিক্রি করা হয়। রহমতপুর এলাকার পাশ দিয়ে চন্দনা নদী থেকে ওই মাটি তোলা হয়। এ কারণে রাস্তার প্রায় ১৫০ মিটার অংশ ভেঙে নদীতে চলে গেছে। এ ছাড়া কয়েক দিনের অতিবৃষ্টির কারণে রাস্তায় ভাঙনের আকার বড় হয়েছে। যে কোনো সময় রাজবাড়ীর বালিয়াকান্দি ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে যোগাযোগ বিছিন্ন হয়ে যেতে পারে। এরপর থেকে ভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী নামিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য নিয়ে খুবই অসুবিধায় পড়েছেন। স্থানীয় কৃষকরা বলেন, রহমতপুর থেকে মেগচামি পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কের বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। এ রাস্তা দিয়ে কৃষিপণ্য ভ্যানে আনা-নেওয়া করা হয়। ঝুঁিক নিয়ে ভ্যান চলাচল করছে। অনেক ভ্যানচালক রাস্তা দিয়ে গাড়ি চালাতে ভয় পায়। ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্র্ঘটনা ঘটেছে। এ রাস্তা দিয়ে প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, ট্রাক চলাচল করত সেগুলো বন্ধ হয়ে গেছে। সাইফুর শিকদার বলেন, মরা চন্দনা নদী থেকে মাটি কাটার পর অতিবৃষ্টি হওয়ায় রাস্তায় ভাঙন শুরু হয়েছে। যাদবপুর এলাকায় ১৫০ মিটার ধসে গেছে। রহমতপুর, যাদবপুর, খালকুলা এলাকার কয়েকটি স্থানে রাস্তায় ভাঙন শুরু হয়েছে। বালিয়াকান্দি এলজিইডি প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস বলেন, রহমতপুর থেকে মেগচামি পর্যন্ত সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এ সড়কের পাশে নদী। নদী থেকে মাটি কাটার কারণে সড়ক ধসে গেছে। এ কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া