নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ডাকাতি মামলায় যুবদল নেতাসহ ১০ জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, প্রথম আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। এ সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, সিদ্ধিরগঞ্জের নুরুদ্দিন ওরফে বাছির, সুমন, আবুল কালাম, মামুন, বিল্লাল, নোয়াখাইল্লা মাসুম, ফতুল্লার তল্লা এলাকার মনির হোসেন ওরফে তল্লা মনির, হাজীগঞ্জ এলাকার আসলাম ও কানা ইসলাম। মামলার নথিসূত্রে জানা যায়, ২০০৬ সালে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর গোদনাইল এলাকার অ্যাডভোকেট মফিজুল ইসলামের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী অজ্ঞাতনামা আসামি করে ডাকাতি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দণ্ডপ্রাপ্তদের শনাক্ত করে জবানবন্দি নেন। সেই মামলায় আদালত এ রায় দিয়েছেন।