দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের এক দিন পর নালায় হাসিবুল ইসলাম নামে এক যুবকের এবং পার্বতীপুরে মহাসড়কের পাশে গৃহবধূ সুরাইয়া ইয়াসমিনের লাশ পাওয়া গেছে। পুলিশ গতকাল লাশ দুটি উদ্ধার করে।
হাসিবুল ইসলাম (১৮) বীরগঞ্জ উপজেলার সনকা ডাঙ্গাপাড়ার সোরাব আলীর ছেলে। সুরাইয়া (৪৮) পার্বতীপুর পৌর শহরের হারুনুর রশিদের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে নিখোঁজ হন হাসিবুল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরদিন সকালে খুনিয়া ব্রিজের পাশে নালায় লাশ দেখতে পান স্থানীয়রা। স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর জানান, হাসিবুল ইসলাম মৃগি রোগী ও মানসিকভাবেও অসুস্থ ছিলেন। পানিতে পড়ে তিনি মারা যেতে পারেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের মৎস্য বীজ উৎপাদন খামারের পাশে রেললাইনের ধারে জমিতে ওই নারীকে উপুর হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম বলেন, পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।