রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সাত রোগী ভর্তি হয়েছেন। জুলাই মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল ৩৮ জন। আগস্ট মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। জেলা সদর হাসপাতালে সাধারণ রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। হাসপাতাল সূত্র জানায়, জেলার বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাত ডেঙ্গু রোগী। এর মধ্যে জেলা সদর হাসপাতালে পাঁচ, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন। শহরের স্বাস্থ্যকর্মী ও স্থানীয়রা জানান, ডেঙ্গু বিস্তার রোধে সবচেয়ে বড় সমস্যা মশক নিধন কার্যক্রমে দুর্বলতা। পৌরসভার পর্যাপ্ত ফগার মেশিন ও মশক নিধন ওষুধ নেই। ফলে শহরের অলিগলি ও আবাসিক এলাকায় এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো অরক্ষিত থেকে যাচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতারও ঘটতি রয়েছে। নালা-নর্দমায় ময়লা আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক এলাকায় জমে থাকা পানি ডেঙ্গু বিস্তারে সহায়তা করছে। গতকাল রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, এ হাসপাতালে সাধারণ রোগীদের সঙ্গে একই কক্ষে ডেঙ্গুতে আক্রান্তদের রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি আসিফ ও ওমর আলী নামে দুই ডেঙ্গু রোগী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা দুই দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। আমাদের চিকিৎসা শুধুই নাপা। তারা আরও অভিযোগ করে বলেন, ময়লা আবর্জনায় হাসপাতালের ভিতরে দুর্গন্ধ। শৌচাগারের অবস্থা খুবই খারাপ। এখানে ভর্তি থাকলে সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হওয়ার শঙ্কা বেশি। হাসপাতালের অন্য রোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ডেঙ্গু রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে রেখে আমাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু আক্রান্তরা মশারি টানিয়ে থাকেন না। অনেক সময় বাইরে ঘোরাঘুরি করেন। এতে আমাদেরও আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। পৌর বাসিন্দাদের অভিযোগ, রাজবাড়ী শহর ময়লা আবর্জনার শহরে পরিণত হয়েছে। ড্রেনগুলো অপরিষ্কার, বেশির ভাগ জায়গায় পানি জমে থাকে। মশক নিধনের ওষুধ ব্যবহার করা হয় না। পৌর নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী বলেন, আমাদের কাভার্ড ভ্যানগুলো নষ্ট রয়েছে। এ কারণে পৌর অঞ্চলের ময়লা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। অনেক ফগার মেশিন নষ্ট। মাত্র দুটি মেশিন ভালো আছে। সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, গত মাসের তুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
শিরোনাম
- ভাঙ্গায় অবরোধের নেতৃত্ব দেওয়া প্রধান সমন্বয়ক আটক
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে বিএনপি-জামায়াতের অবস্থান ধর্মঘট
- বিক্ষোভের চারদিন পর কাঠমান্ডুর সুপারস্টোরে মিলল ছয় দগ্ধ লাশ
- ‘ঋণের দায়ে’ স্ত্রী-সন্তানদের হত্যার পর আত্মহত্যা: লাখ টাকা ধার করে চল্লিশা করলো পরিবার
- গোপালগঞ্জে যুবকের লাশ উদ্ধার
- নেত্রকোনার স্পিডবোটডুবি: দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার
- কুয়েতে ভারতের নতুন রাষ্ট্রদূত পারমিতা ত্রিপাঠী
- আজকের মধ্যে রাস্তা না ছাড়লে আইন প্রয়োগ : স্বরাষ্ট্র উপদেষ্টা
- জিম্মি মুক্তিতে একমাত্র বাধা নেতানিয়াহু, ভুক্তভোগীদের পরিবার
- বাংকার থেকে জেল, বিচ্ছেদ পেরিয়ে এবার রাষ্ট্রক্ষমতার দৌড়ে ‘লৌহমানবী’
- ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে ছুটল জাহাজগুলো
- চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার বাতিলের দাবিতে মানববন্ধন
- ৫ টন চাল, ৬০০ কেজি পেঁয়াজ, এক কড়াইয়ে রেকর্ড রান্না
- মেয়েকে কলেজে দিয়ে ফেরার পথে প্রাণ গেল বাবার
- ব্যারিস্টার ফুয়াদরা জানেন না কোথায় থামতে হবে : হামিম
- ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
- সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও অপেক্ষা করছে ইসরায়েলি বোমা: সাবেক আইআরজিসি প্রধান
- ৬ বিভাগে অতিভারি বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা
- ফরিদপুরে রেল-সড়কপথ অবরোধ, আটকে গেছে ঢাকাগামী ট্রেন
- সরকার পরিবর্তনের ডাক দিয়ে যুক্তরাজ্যে নতুন ভোটের আহ্বান মাস্কের
বেড়েছে ডেঙ্গু আক্রান্ত
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

‘ঋণের দায়ে’ স্ত্রী-সন্তানদের হত্যার পর আত্মহত্যা: লাখ টাকা ধার করে চল্লিশা করলো পরিবার
১০ মিনিট আগে | দেশগ্রাম

পরিবেশ দূষণ আর না, নদী দূষণ আর না— পঞ্চগড়ে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন
৩৪ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ