ভোলায় চাঞ্চল্যকর স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী এবং দেবরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্যদিকে নির্দোষ প্রমাণ হওয়া শ্বশুরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
গতকাল চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত হোসাইন এ রায় প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের চরআফজাল গ্রামের মাহাবুব আলম ওরফ মফু আলম (৪৮) ও তার ভাই ইব্রাহিম (৩৫)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩০ মার্চ জমির বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের স্ত্রী জাহনারা ও আট বছরের ছেলে আবিরকে গলা কেটে হত্যা করেছেন মফু আলম।
এতে সহযোগিতা করেন তার ভাই ইব্রাহিম। পরে এ ঘটনায় জাহানারার বাবা সৈয়দ আলী চৌকিদার বাদী হয়ে মামলা করেন। মামলায় জাহানারার স্বামী মাহাবুব আলম, মাহাবুবের ভাই ইব্রাহিম এবং তাদের বাবা মান্নান মাঝিসহ চারজনকে আসামি করা হয়।