ফেনীর সদর উপজেলার মোটবীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। লস্করহাট দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের এক বাড়িতে গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মনসুর আহমদ (৪০)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কাজির ঘাটলা গ্রামের হোসেন আহমদের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে লক্ষ্মীপুর গ্রামের কবিরের বাড়ি থেকে অটোরিকশা চুরি করার চেষ্টা করেন মনসুর আহমদ। গ্রামবাসী তাকে ধরে পিটুনি দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।