দিনাজপুরের নবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার মামলায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ ১০ জনকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সিনিয়র জেলা ও দায়রা জজ তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ে হামলা করেন। এ ঘটনায় চলতি বছরের ৮ জানুয়ারি নবাবগঞ্জ থানায় মামলা হয়। এ মামলায় গতকাল তারা আদালতে জামিন আবেদন করেন। এ ছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রংপুর নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই নগরীর মর্ডান মোড় এলাকায় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলি ছোড়া হয়। এ ঘটনায় তাজহাট থানায় একটি মামলা হয়। এ মামলার আসামি তিনি। মঙ্গলবার রাতে স্থানীয়রা আটকের পর তাকে পুলিশে হস্তান্তর করে।