বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সার্বিক ব্যবস্থাপনায় গতকাল সকালে মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু মেলার উদ্বোধন করেন। সাংবাদিক গণেশ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুস সাত্তার, এস এম আবু সাঈদ, আবদুল ওয়াদুদ, সাইফুল ইসলাম প্রমুখ।