বধির ও শ্রবণপ্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান এবং মৌলিক অধিকার নিশ্চিতসহ সাত দফা দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শহরের গানাসাস মার্কেটের সামনে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং জাতীয় বধির ঐক্য পরিষদ সদর উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে শতাধিক প্রতিবন্ধী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে সরকারি জমি বরাদ্দ, দরিদ্র ও ভবঘুরে বধির সদস্যদের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনে আর্থিক সহায়তা এবং আবাসন নির্মাণের ব্যবস্থা করতে হবে।