কিশোরগঞ্জে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া রংপুরে অটোচালক এবং নারায়ণঞ্জে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
কিশোরগঞ্জ : ভৈরবে ট্রাকের ধাক্কায় নাজমুল হক (২৮) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর মান্দারকান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে। তিনি ভৈরব হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে নাজমুলসহ কয়েকজন পুলিশ সদস্য ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভৈরবগামী লেনে দায়িত্ব পালন করছিলেন। এমন সময় ভৈরবগামী একটি ট্রাক পুলিশের একটি পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্য নাজমুল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রংপুর : তারাগঞ্জে বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল অটোরিকশার ধাক্কায় মো. জাবের (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।