মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। মধ্যরাতে (১২টার পর) দেশের নদী ও সাগরে ইলিশ ধরতে নামবেন জেলেরা। এ উপলক্ষে জেলে পল্লিগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত নৌ সীমানায় ৪৪ হাজার ৩৫ জন নিবন্ধিত জেলে মাছ শিকারে নামবেন। ২২ দিন অলস সময় কাটানোর পর জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। সদর উপজেলার রঘুনাথপুর, আনন্দবাজার, রনাগোয়াল এলাকায় গতকাল দেখা যায়, জাল ও নৌকা মেরামত কাজে ব্যস্ত তারা। শাহজাহান মাঝি ও আনোয়ার বলেন- প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকায় কোনো জেলে ২২ তিন নদীতে নামতে পারেননি। আমরা লাখ লাখ টাকা বিনিয়োগ করে বসে আছি। দেখা যাক অভিযান শেষে কী পরিমাণ ইলিশ পাওয়া যায়। চাঁদপুর মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, জেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও টাস্কফোর্সেও যৌথ অভিযানে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হওয়ায় এবার উৎপাদন বাড়বে। বাগেরহাট : মাছ ধরতে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছেন বাগেরহাটের শরণখোলাসহ উপকূলের হাজার হাজার জেলে। তবে নানান সংকট ও শঙ্কার কথা জানিয়েছেন জেলে ও মহাজনরা। কুতুবদিয়া : দীর্ঘদিন পর সরগরম হয়ে উঠেছে কক্সবাজারের কুতুবদিয়ার জেলেপল্লি। নৌকা ও জালসহ বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছেন তারা।