নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং লায়ন্স ক্লাব অব সৈয়দপুর কমিটির দ্বন্দ্বে সেপ্টেম্বর মাস থেকে বন্ধ রয়েছে ১৭০ জন শিক্ষক-কর্মচারীর বেতন। প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত স্কুলের প্রধান গেটের সামনের সড়ক ও পাঁচ মাথা মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় সড়কের উভয়পাশে যানজট সৃষ্টি হয়। বিপাকে পড়েন সাধারণ মানুষসহ বিমানযাত্রীরা। ইউএনও, বিএনপি-জামায়াত নেতাদের অনুরোধে তারা সড়ক থেকে সরে যান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমান চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সভাপতি ও আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ক্লাব কর্তৃপক্ষ তা মানছে না। জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে তথ্য দিতেও অস্বীকৃতি জানানো হয়েছে। জাকির হোসেন মেনন বেতন বিল শিটে স্বাক্ষর না করায় দুই মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। লায়ন্স ক্লাব সভাপতি জাকির হোসেন মেনন বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। শিক্ষার্থীদের দাবি, দুই পক্ষের দ্বন্দ্ব দ্রুত সমাধান করতে হবে। শিক্ষকদের বেতন দিতে হবে। আমাদের শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে না অথচ আমরা প্রতিষ্ঠানকে মাসিক বেতন ঠিকই দিচ্ছি। অবিলম্বে শিক্ষকদের বেতন না দিলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।