গাইবান্ধা সদরে সংঘবদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল সদর উপজেলার চান্দের ভিটায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধা সদর উপজেলার সৈকত মিয়া (২৯) ও তার স্ত্রী মনিরা আক্তার (২৫), বোন কনা আক্তার (৩৪) ও বোনের স্বামী রংপুরের কাউনিয়ার চাঁদ মিয়া (২৬)। ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে ছিনতাই করে আসছিলেন।