জাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় গাজীর বিরুদ্ধে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে মারধর করেন হৃদয় গাজী।