নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার। এ জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে মনু নদ। এক সময়ের খরস্রোতা এ নদের এখন করুণ অবস্থা। ভরাট আর দখল-দূষণে দিনদিন হারিয়ে যাচ্ছে মনু নদ। দখল করে কোথাও গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। কোথাও নদের বুকেই ফেলা হচ্ছে বর্জ্য। এতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকসহ স্থানীয় বাসিন্দারা, অন্যদিকে হুমকির মুখে পড়েছে পরিবেশ। জানা যায়, মনু নদের উত্তর পাড়ে চাঁদনীঘাট এবং দক্ষিণ পাড়ে সৈয়ারপুর, পশ্চিমবাজার ও বড়হাট অংশে দখল-দূষণ চলছেই। এসব অংশে বসতবাড়ির আবর্জনাসহ পয়োনিষ্কাশনের পাইপলাইন প্রবহমান নদে। পর্যাপ্ত পানি না থাকায় শুষ্ক মৌসুমে ফসলি জমিতে সেচ দিতে পারেন না দুই পাড়ের চাষিরা। এতে ব্যাহত হয় উৎপাদন। পরিবেশকর্মীরা আক্ষেপে বলেন, মনু নদের বর্তমান অবস্থা শুধু খারাপ। এভাবে চলতে থাকলে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, বিভিন্ন সময় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রয়োজনে খোঁজখবর নিয়ে আবার ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব হোসেন বলেন, উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। কোথাও অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
সরেজমিনে শহরের চাঁদনীঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দক্ষিণ পাড়ে নদের ভিতর গড়ে উঠেছে স্থায়ী বাজার ও বসতি। এই বাজারে মাছ, শাক-সবজিসহ নানান পণ্যের দোকান আছে। ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসী প্রকাশ্যে নদে ময়লা ফেলছেন। ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। স্থানীয় বাসিন্দা রাকিব জানান, বাজারের অবিক্রীত শাক-সবজি, পচা মাছ, পলিথিন নদেতে ফেলা হয়। বর্তমানে দখল, দূষণ ও ভরাটের কারণে নদের অস্তিত্ব প্রায় বিপন্ন। সৈয়ারপুর এলাকার আমিতাব জানান, এখানকার নদের পাড়ে অনেক বাসাবাড়ি আছে। এসব বাসাবাড়ির আবর্জনা পলিথিনে ভরে নদেতে ফেলা হয়। এতে দূষণের পাশাপাশি দুর্গন্ধে পরিবেশ ভারী হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, নদী মানে শুধু পানি নয়, জীবন্ত পরিবেশ। নদীতে ফেলা বর্জ্য প্রাণিকূলের জন্য হুমকি। মনু নদের দখল-দূষণ বন্ধ না হলে মৌলভীবাজার শহরের পরিবেশ বিপর্যয় অনিবার্য।স্থানীয় পরিবেশকর্মী খসরু বলেন, আমাদের ঐতিহ্যবাহী নদীগুলো রক্ষায় আরও সচেতনভাবে এগিয়ে আসতে হবে। নদী বাঁচলে আমাদের প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মৌলভীবাজার জেলা সমন্বয়ক আ স ম সালেহ সোহেল বলেন, অনেক জায়গায় মনু নদের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নদকে তার মতো চলতে দিতে হবে। নদের পাড়ে বাজার ও বিভিন্ন স্থাপনা অপসারণ এবং ময়লা-আবর্জনা ফেলা রোধ হলে রক্ষা পাবে নদ। ফিরবে পরিবেশের ভারসাম্য।