চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বিএনপি কর্মী আবদুল হাকিম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। খুনে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক, একটি এলজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- আবদুল্লাহ খোকন, মারুফ, সাকলাইন হোসেন ও জিয়াউর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, বালুমহাল নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনাক্ত হয়েছেন আরও ১০-১২ জন। ৭ অক্টোবর আবদুল হাকিম গুলিবিদ্ধ হয়ে মারা যান।