লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে প্রশাসন। গতকাল সকাল থেকে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ কর্মীদের নিয়ে অভিযান চালানো হয়। টানা ছয় দিন অভিযান চলবে। প্রথম দিন চর আফজল গ্রামের আমানত ব্রিক্স (এ এম এ) ও জেএসবি ব্রিক্স নামক দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইউএনও সৈয়দ আমজাদ হোসেন, পরিবেশ অধিদপ্তর পরিচালক জমির উদ্দিন উপস্থিত ছিলেন।