সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় যুবদলের এনামুল হাসান চিশতী নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে তাকে বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়। চিশতী (৪৩) জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের বাসিন্দা। জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এনামুল হাসান চিশতীর বিরুদ্ধে মাদক আইনে মামলা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।