ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম করার মামলায় আসামি আনোয়ার হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামি গতকাল ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আনোয়ার হোসেন বাদেডিহী গ্রামের বাসিন্দা। ২২ অক্টোবর বারোবাজার মাজার রোডে স্থানীয় সাংবাদিক সনেটকে কুপিয়ে আহত করা হয়।