হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। এ ছাড়া টাঙ্গাইল ও ঝিনাইদহে সড়কে প্রাণ গেছে তিনজনের। গতকাল এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
হবিগঞ্জ : শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী এনা বাসের সঙ্গে বিপরীতমুখী রয়েল কোচ পরিবহন নামে অপর বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান দুজন। আহত হন ২৬ জন। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
টাঙ্গাইল : মির্জাপুরে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশাচালক ও যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ সিকদার (৪৬) ও যাত্রী দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আবদুল হামিদ (৬০)।
ঝিনাইদহ : মহেশপুরে গতকাল সকালে মোটরসাইকেল-আলমসাধু সংঘর্ষে সজীব হোসেন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সজীব লড়াইঘাট মাঠপাড়া গ্রামের সানোয়ার খানের ছেলে। তিনি পদ্মপুকুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।