চট্টগ্রামের চান্দগাঁও থানার অস্ত্র মামলায় আবদুর রহিম নামে একজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন। আবদুর রহিম (৫০) একই থানার হামিদচরের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ মে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকায় আবদুর রহিমের কাছে একটি একনলা বন্দুক এবং কার্তুজ উদ্ধার করা হয়।