পৌনে তিন শ বছর ধরে চলে আসা ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির ঘিরে মাসব্যাপী রাস উৎসব ও মেলা গতকাল শুরু হয়েছে। হাজার হাজার ভক্ত রাধা-কৃষ্ণের লীলা স্মরণে এখানে ভজন, কীর্তন ও পূজায় অংশ নেন। দিনাজপুরের কাহারোল উপজেলার ঢেপা নদীর তীরে অবস্থিত শ্রীশ্রী কান্তজিউ মন্দির। গতকাল মন্দির চত্বরে রাস মেলার উদ্বোধন করেন ডিসি মো. রফিকুল ইসলাম।
দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ এ সময় উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রতি বছর রাস পূর্ণিমার তিথিতে এ উৎসব পালিত হয়। রাজা প্রাণনাথ ১৭০৪ সালে কান্তজিউ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। পরে তার পোষ্যপুত্র রামনাথ ১৭৫২ সালে কাজ শেষ করেন। ওই বছর থেকেই কন্তজিউ মন্দিরকে ঘিরে রাস উৎসব ও মেলা বসে।