গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অবহেলার কারণে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারছে না। এ ঘটনায় এক অভিভাবক জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। জানা গেছে, জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতেও শুরু করে বল্লমঝাড় বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। শ্রেণি শিক্ষক পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নামও সংগ্রহ করেন। পরে জানা যায়, বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিবন্ধন সম্পন্ন করেনি। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নিবন্ধনের সময় ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, আমি অফিস সহকারীকে বলেছিলাম নোটিস দিতে। পরে আর দেওয়া হয়নি। শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।