মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকা থেকে ভারতীয় কোরেক্স মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে শমশেরনগর চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শমশেরনগর এলাকার বাসিন্দা আব্দুল আহাদ ফানু (৩৬) ও হুমায়ুন আহমদ শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় কোরেস্ক মদসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন