যশোরের বেনাপোল সীমান্তে পিস্তলসহ মোস্তাফিজ (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক অস্ত্র ব্যবসায়ী মোস্তাফিজ বেনাপোলের ঘিবা গ্রামের আলী আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, বোয়ালিয়া বাজারে অস্ত্র বেচা-কেনা চলছে -এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তলসহ মোস্তাফিজকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ বলেন, আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।