গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান মো. সাইদুর রহমান মুন্সিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জেলা জজ আদালতের সামনে থেকে সোমবার রাত পৌনে ৮টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে।
এরআগে, সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খাঁন বিপ্লবকে হত্যা চেষ্টা মামলায় সোমবার দুপুর ১টার দিকে আমলী আদালতে (সাদুল্যাপুর) সশরীরে হাজির হয়ে জামিন আবেদন করেন সাইদুর রহমান মুন্সি। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান শিকদার বিকেল ৪টার দিকে শুনানী শেষে তার জামিন মঞ্জুর করেন।
এদিকে, সাইদুর রহমান মুন্সির জামিন মঞ্জুর হলেও রাত সাড়ে ৭টা পর্যন্ত আদালতের হাজতে আটক করে রাখে কোর্ট পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হলে জেলা জজ আদালতের সামনে থেকে ডিবি গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাসান সর্দার বিষয়টি নিশ্চিত করে জানান, পলাশবাড়ী থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে গাইবান্ধা সদর থানা হাজতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন