চুয়াডাঙ্গায় পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের দুই সদস্যকে দেখে পালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা ডিটেকটিভ ব্রাঞ্চের দুই সদস্য উপ-পরিদর্শক (এসআই) আমির আব্বাস ও উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম জানান, এদিন রাতে একটি কাজে তারা দু'জন চুয়াডাঙ্গা রেলস্টেশনে গিয়েছিলেন। এ সময় চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার জুলমত আলীর ছেলে মাদক ব্যবসায়ী ও জালটাকার কারবারী শহিদুল (৪০) তাদের দেখে পালিয়ে যায়। এর পর কি হয়েছে তা তারা জানেন না।
চুয়াডাঙ্গা ডিটেকটিভ ব্রাঞ্চের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম জানান, তাদের দেখে পালিয়ে যাওয়া শহিদুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় জালটাকা ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলা রয়েছে।
শহিদুলের নিকট আত্মীয়রা জানান, তার মৃতদেহ চুয়াডাঙ্গা রেলস্টেশনের কাছে মিষ্টি মেলা দোকানের পিছনে পড়েছিল। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় জনসাধারণ বাড়ি পৌঁছে দিয়ে যায়।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জামসেদ জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৫/ এস আহমেদ