পটুয়াখালীর বিভিন্ন এলাকায় সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক (এলজি), তিন রাউন্ড গুলিসহ চার জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তারিকুল ইসলাম জানান, সোমবার মধ্যরাতে মাদারবুনিয়ার কারাতপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই স্থান থেকে আন্তজেলা ডাকাত দলের সদস্য আলম মীরাকে (৪৫) আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের কলাতলা থেকে যুবদল নেতা সফিকুল ইসলামকে (৩৫) আটক করা হয়। সফিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের মুসলিমপাড়া থেকে পটুয়াখালী জজ কোর্টের আইনজীবী মাজহারুল ইসলাম রিংকুকে (৩৫) আটক করা হয়। এসময় রিংকুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল (নাইন এমএম) উদ্ধার করে পুলিশ। পরে রিংকুর দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী ফরিদ উদ্দিনকে (২৫) আটক করা হয়।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৫/ এস আহমেদ