নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে রত্না রানি শীল (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী কৃষ্ণ চন্দ্র শীলসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, দুই বছর আগে কুমিল্লার মনহরগঞ্জের লক্ষণপুরের অমুল্ল শীলের মেয়ে রত্নার বিয়ের হয় নোয়াখালীর চৌমুহনীর বাজারের হোমিও চিকিৎসক কৃষ্ণ চন্দ্র শীলের সাথে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন কৃষ্ণ চন্দ্র। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে রত্নাকে শ্বাসরোধ করে হত্যার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্বজনদেরকে মুঠোফোনে খবর দেয়া হয়। স্বজনরা এসে ঘরের মধ্যে রত্নার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
বেগমগঞ্জ থানার ওসি ওমর ফারুক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কৃষ্ণ চন্দ্র শীল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৫/মাহবুব