বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩৫ জন। মঙ্গলবার বেলা ১২টায় বগুড়ার শিবগঞ্জে বাস উল্টে গিয়ে অজ্ঞাত ২ জন ও কাহালুতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট সদরের তেঘরদিছা গ্রামের শহিদুল ইসলামের পুত্র রুবেল হোসেন মারা যায়।
ঘটনার পর বগুড়া-রংপুর মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ্ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাওন এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাস মহাসড়কের দিঘলকান্দি মাঝিপাড়ায় এলাকায় ওভারটেকিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত ও আহত হয়েছেন প্রায় ৩৫ জন। নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টিএমএসএস রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠিয়ে দেয়।
বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার ইসরাইল হাওলাদার জানান, যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনায় ছাদে থাকা ২ অজ্ঞাত যাত্রী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে সকাল ৮টায় কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ভাগদুগড়া এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জয়পুরহাট সদর উপজেলার তেঘরদিছা গ্রামের শহিদুল ইসলামের পুত্র রুবেল হোসেন।
বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ সুমিত কুমার কুণ্ডু জানিয়েছেন, সকালে কাহালুর মুরইল ইউপির ভাগদুবড়া যাওয়ার পথে উল্লেখিত স্থানে দ্রুতগতিতে মোটর সাইকেল নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রুবেল নিহত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৫/ রশিদা