সিরাজগঞ্জের রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ডাঙ্গারপাড়া গ্রামে এঘটনা ঘটে।
নিহতরা হলো-ডাঙ্গারপাড়া গ্রামের আলমগীরের ছেলে কাইয়ুম (৫) ও মানিক হোসেনের মনিরুল (৬)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শিশু কাইয়ুম ও আরিফ দুপুরে বাড়ির কাছে ডোবার (ছোট পুকুর) ধারে খেলছিল। খেলতে খেলতে দুইজনই সকলের অগোচরে ডোবার পানিতে ডুবে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে শিশু দু’টির লাশ ডোবার পানিতে ভেসে ওঠে। পরে শিশুটি দুটির লাশ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন