ফেনীর ফাজিলপুরে অবৈধ বালু মহলে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বিস্ফোরণে দগ্ধ হওয়া ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. শামছুল আলম মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর বাড়ি লক্ষীপুর জেলায়। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম জানান, মুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার খবর পেয়ে সহকারী কমিশনার সদর (ভূমি) রাশেদুল কাদের ও সহকারী কমিশনার মোহাম্মদ আলী সেখানে ২৯ অক্টোবর বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত বসান। ভ্রাম্যমান আদালত সেখান থেকে প্রায় ছয়শত ফুট পাইপসহ অন্যান্য মালামাল জব্দ করে পেট্রোল ঢেলে পোড়ানোর সময় ভ্রাম্যমান আদালতের সদস্য ফাজিলপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. শামছুল আলম ও অফিস সহকারী তপন চন্দ্র দাস দগ্ধ হন। শামছুল আলমের শরীরের ৪০ শতাংশ পুড়ে যাওয়ায় সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। দীর্ঘ ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন