সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে (৪৫) গ্রেফতার পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের টুকু ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
আটক বিএনপি নেতা রঞ্জন শহরের ধানবান্ধি মহল্লার আতাউল্লাহ আতা ওরফে তোতার ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক নূরুল ইসলাম জানান, আটকের পর রাতেই রঞ্জনকে গোয়েন্দা পুলিশ থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে বিরুদ্ধে সয়দাবাদ মুলিবাড়ী এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভায় আলোচিত ট্রেন পোড়ানোসহ নাশকতার অভিযোগে ৭টি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৫/মাহবুব