কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ানের উপ-পরিচালক ও মেডিকেল অফিসার মো. আজহারুল আলম জানান, আজ বুধবার সকালে শাহপরীর দ্বীপ বিওপির সুবেদার গোলাম রব্বানীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা দৌড়ে পালিয়ে যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর ২০১৫/শরীফ