নোয়াখালীতে চেক জালিয়াতির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে হাতিয়ে নেয়া ১৭ লাখ ৪৫ হাজার টাকা সহ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মাইজদীর কদমতলী এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী আকবর হোসেনের স্ত্রী শারমিন এন্টারপ্রাইজের স্বাত্বাধিকারী শারমিন আক্তারের চেক চুরির পর স্বাক্ষর জাল করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাইজদী কোর্ট শাখা থেকে গত সোমবার ১৮ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যায় একটি চক্র। মুঠোফোনে ক্ষুদে বার্তা পেয়ে বিষয়টি জানতে পারেন তিনি। বিষয়টি থানায় জানানোর পর মঙ্গলবার তাহমিনা সুলতানা নামে শারমিনের এক আত্মীয়কে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রাতে ১৭ লাখ ৪৫ হাজার টাকা সহ প্রতারক চক্রের অপর তিন সদস্য শিহাব উদ্দিন রাহাত, ফাহিমুল হক জিসান ও রাব্বিকে মাইজদী থেকে আটক করে পুলিশ।
আটককৃতদেরকে বুধবার প্রতারাণা, জালিয়াতি ও আত্মসাতের মামলায় গ্রেফতার দেখিয়ে আদারতে হাজির করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন