আজ বুধবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নকল করার দায়ে লক্ষ্মীপুরের কমলনগরে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে হল পরিদর্শকরা।
উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমি, তোরাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে তাদেরকে বহিষ্কার করা হয়। একইসাথে পরীক্ষাকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টার দায়ে ফারুক নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার ও এক যুবকের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন